গতকাল নিজের জনতা উন্নয়ন পার্টির আত্ম প্রকাশের সময় মোট দশ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যার মধ্যে বিশেষ উল্লেযোগ্য ছিলো বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী। এই কেন্দ্রে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। কিন্তু আজ সকালে আচমকা নিজের সিদ্ধান্ত বাতিল করেন হুমায়ুন । হুমায়ুন জানান, তাঁর দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা।তার বদলে ওই কেন্দ্রে তিনি নতুন একজন মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করবেন।কারন হিসেবে তিনি বলেন সমাজ মাধ্যমে প্রার্থীর এমন কিছু ছবি এবং ভিডিও সামনে এসেছে যা তার দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে।তবে প্রার্থীর দাবি, ভিডিও বা ছবি নয় আসলে হিন্দু হওয়ার কারণেই এই পদক্ষেপ নেয়া হয়েছে তার বিরুদ্ধে। দলের যাত্রার শুরুতেই এই বিতর্ক নিঃসন্দেহে দলকে এবং প্রার্থীকে কিছুটা অসস্তিতে ফেললো বলেই মনে করা হচ্ছে।

