সামনের বছর বঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে মান অভিমান ভুলিয়ে সংগঠন শক্তিশালী করার কাজ শুরু হয়ে গেছে। আসতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আগামীকাল তিন দিনের সফরে কলকাতায় আসছেন অমিত শাহ। এখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। তাতে জোড়া হয়েছে বিধায়কদের সঙ্গে তাঁর বৈঠকও।দলের বিধায়কদের সাথে আলাদা করে মিটিং করতে পারেন শাহ।বাংলায় বিজেপির আপাতত ৬৫ জন বিধায়ক। মনে করা হচ্ছে সবাই যে আগামী ভোটে টিকিট পাবেন এমন টা নাও হতে পারে। সেক্ষেত্রে ভাবমূর্তি এবং পারফর্মেন্স শেষ কথা হবে।সূত্রের খবর বিধায়কদের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা হবে।গত সাড়ে চার বছরে বিধায়করা নিজের নিজের এলাকায় কী কী কাজ করেছেন, তার তালিকা নিয়েই বুধবার শাহের বৈঠকে তাঁরা যোগ দেবেন দলের বিধায়করা। তারপর কাজের ভিত্তিতে আগামী নির্বাচনে টিকিট বিতরণ করা হবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এক্ষেত্রে অবশ্যই রাজ্য নেতৃত্বের বড়ো ভূমিকা থাকবে।সব দিক দিয়ে বিচার করে বলা যায় শাহর এই বঙ্গ সফর সংগঠনের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ন।
আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ,রাজ্য নেতৃত্বের সাথে বিশেষ বৈঠক!
RELATED ARTICLES

