শেষ হয়েছে SIR এর প্রথম পর্যায়ের কাজ। প্রকাশ পেয়েছে প্রাথমিক খসড়া তালিকা। এবার চূড়ান্ত পর্যায়ে শুনানি শুরু হয়েছে যা নিয়ে ইতিমধ্যে নানা মহলে বিতর্ক শুরু হয়েছে।বয়স্ক মানুষদের হয়রানি থেকে বি এল এ দের না ডাকা নিয়ে অসন্তোষের মাঝে এবার শুনানিতে ডাক পেলেন বাম আমলের ১০ বছরের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। কমিশনের তরফে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে তাঁকে। নোটিস পেয়ে প্রাক্তন মন্ত্রী বলছেন, “আমি অবাক”। কমিশনকে পাল্টা চিঠি দিয়ে তিনি জানান কত বছর বিধায়ক ছিলেন তিনি। কতবছর মন্ত্রিত্ব করেছেন। কাউন্সিলর ও বরো কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। তার কাছ থেকে জানা যায় নিয়ম মেনে এনুমারেশন ফর্মে যাবতীয় নথি জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও কেন নোটিস, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।সংবাদ মাধ্যমকে কান্তিবাবু জানিয়েছেন তিনি নির্ধারিত দিনে হাজিরা দেবেন।
SIR এ শুনানি তে ডাক পেলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী
RELATED ARTICLES

