Saturday, January 31, 2026
Home দেশ আই পি এল থেকে বাংলাদেশী ক্রিকেটার বাদ দেয়ার পক্ষে দিলীপ ঘোষ!

আই পি এল থেকে বাংলাদেশী ক্রিকেটার বাদ দেয়ার পক্ষে দিলীপ ঘোষ!

সম্প্রতি আই পি এল থেকে বাদ দেয়া হয় বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে। একটি দলীয় অনুষ্ঠানে এসে এই নিয়ে সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, “আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাই। পাকিস্তানি প্লেয়ারদের যেমন ভারতে আসতে দেওয়া হয় না, বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রেও সেরকম করা উচিত। কলকাতা থেকে সেই দাবি উঠেছিল, তা মেনে নেওয়া হয়েছে। যারা আমাদের দেশের বিরুদ্ধে যাবে, তাদের আমাদের খেলতে দেওয়া উচিত নয়।” সাম্প্রতিক কালে বাংলাদেশের অন্ধ ভারত বিরোধিতা এবং সংখ্যা লঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে বরাবরই প্রতিবাদী ভারতীয় জনতা পার্টি এবার ক্রিকেট থেকেও পাকিস্তানী দের মতো ভারতীয় দের বাদ দেয়ার পক্রিয়া শুরু হয়ে গেলো।বিজেপির প্রাক্তন সাংসদ আরো বলেন, “বাংলাদেশে যা হচ্ছে, তা অমানবিক। প্রসঙ্গত উল্লেখ্য ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলার পর থেকে আইপিএলে পাকিস্তানী দের খেলার অনুমতি দেওয়া হয় না। তবে বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে এরকম কোনও নির্দেশিকা নেই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments