সাধারণ দৃষ্টিতে যে পোশাক ভারতীয় ঐতিহ্যর পরিপন্থী নয় এবং যাতে শালীনতা রক্ষা হয়না মন্দিরে নাকি সে পোশাক শোভন নয়। এই মর্মেই সম্প্রতি দর্শনার্থীদের জন্য পোশাকবিধি বেঁধে দিচ্ছেন পুরীর মন্দির কর্তৃপক্ষ। রিপড জিন্স বা ওই জাতীয় অঙ্গ প্রদর্শনকারী যেকোনো পোশাক পরে আর পুরীর মন্দিরে প্রবেশ করার অনুমতি মিলবেনা এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কতৃপক্ষ বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।