সময় টা ভালো যাচ্ছিলোনা একদা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। নিজের দলে হয়ে পড়েছিলেন কোন ঠাসা। রাজ্য রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় ছিলেন কিছুদিন। অমিত শাহর রাজ্য সফরের পর আবার চেনা ফর্মে ফিরে দিলীপ ঘোষ। জন সভায় নিয়মিত অংশ নিচ্ছেন। থাকছেন নেতা কর্মীদের সাথে আজ, মঙ্গলবারই প্রথম দলের হয়ে জনসভা করেন। মতুয়াগড় রানাঘাটে। সেখানে বক্তৃতা করতে গিয়ে ভবিষ্যতে মন্ত্রী হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান – “আপনারা অনেকে বলছেন, আমি মন্ত্রী হলে ভালো হয়। নিশ্চয়ই মন্ত্রী হব। মন্ত্রী তো হতেই হবে, না হলে আপনাদের সুবিধা দেব কীভাবে? গরিব মানুষের জীবনের পরিবর্তন করব কীভাবে?” তার এই মন্তব্যতে স্পষ্ট বোঝা যায় আগামী বিধানসভা নির্বাচনে পূর্ন শক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে রাজ্য বিজেপি এবং দলীয় কোন্দল ভুলে জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী রাজ্য নেতৃত্ব।

