আজ হাইকোর্ট খুলতেই সবার নজর ছিলো ইডির মামলার দিকে। তবে আদালত কক্ষে অতিরিক্ত চিৎকার এবং অশান্তির জেরে তৎক্ষণাৎ মামলা শুনতে রাজি হননি মাননীয়া বিচারপতি। পরবর্তীতে প্রয়োজনে বিচার পতি পরিবর্তন করে দ্রুত শুনানির আবেদন করে ইডির আইন জীবি এবং আবেদনও খারিজ করল আদালত।আগামী ১৪ জানুয়ারিই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে হাই কোর্ট।একদিকে শাসক দল দলের রণ কৌশল এবং প্রার্থী তালিকা চুরি করা হয়েছে বলে অভিযোগ তোলে অন্যদিকে ইডি জানায় কয়লা পাচার মামলায় এই অভিযান। শাসকদল তৃণমূল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দু’পক্ষই এই আইনি লড়াইয়ে এক চুল জমি ছাড়তে নারাজ।প্রসঙ্গত আজ এজলাসে বেনজির বিশৃঙ্খলা শুরু হয়। যারা এই মামলার সঙ্গে যুক্ত নন, তাঁরাও এজলাসে ভিড় করে ঢুকে পড়েন।যার জেরে ব্যাহুত হয় বিচার পক্রিয়া।

