শনিবার দুপুরে ওড়িশায় ঘটে গেলো এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা।জরুরি অবতরণের সময় রাউরকেল্লায় আছড়ে পড়ল একটি চাটার্ড বিমান।ভুবনেশ্বর থেকে রওনা হয়েছিল বিমানটি। পাইলট-সহ মোট ৬ জন সওয়ারি ছিলেন বিমানে।বিমানটিতে কোনওরকম যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। অবতরণের সময় জলদা এলাকায় মুখ থুবড়ে পড়ে বিমানটি।যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুর্ঘটনার কারণ জানতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।দুর্ঘটনার জেরে তাঁরা আহত হলেও প্রাণহানির কোনও খবর নেই প্রত্যেকেই সুস্থ্য আছেন এবং চোট ও গুরুতর নয়।যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে।

