Saturday, January 31, 2026
Home আন্তর্জাতিক বাংলায় " নীপা " ভাইরাসের আতঙ্ক!

বাংলায় ” নীপা ” ভাইরাসের আতঙ্ক!

করোনার পর কি এবার নীপা ভাইরাস মহামারির আকার নেবে? এই প্রশ্নই এখন বাংলার চিকিৎসা মহলে সাড়া ফেলে দিয়েছে।এই সংক্রমণ সাধারণত বাদুড়ে ঠোকরানো ফল ও সেই ফলের রস থেকে ছড়ায়।গ্রাম বাংলায় শীতের মরসুমে খেজুর রস এই রোগের বড়ো উৎস হতে পারে।ইতিমধ্যে রাজ্যে দু’ জন নিপা আক্রান্তের হদিশ মিলেছে । সঙ্কটজনক অবস্থায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুজনে।ইতিমধ্যে নবান্ন থেকে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম নীপা ভাইরাস সম্পর্কে বিশেষ করে কাটা ফল এবং ফলের রস নিয়ে রাজ্য বাসীকে সচেতন করেছেন।কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পূণ্যসলিলা শ্রীবাস্তবও কথা বলেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবের সঙ্গে। সর্বপরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা ফোনে কথা বলে মুখ্যমন্ত্রীকে সব রকম কেন্দ্রীয় সাহায্যর আশ্বাস দেন। ডাক্তারদের বিভিন্ন ফোরাম থেকেও সমাজ মাধ্যমে সচেতন করা হচ্ছে জনসাধারণকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments