প্রথম বার হই হট্ট গোলের জন্য শুনানি বাতিল হলেও আজ হাই কোর্টে ছিলো আই প্যাক মামলার শুনানি। দুপক্ষকে শোনার পর মামলা মূলতুবি হয়ে যায়।এবার আইনি লড়াই যাবে সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ ইডির দায়ের করা মামলার শুনানি হবে।ইডির দাবী রেড চলা কালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা আইন বিরুদ্ধ ছিলো।মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়েছেন। এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ইডি। যাতে এক তরফা শুনানি না হয় তাই ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সেজন্য ক্যাভিয়েট দাখিল করে রাখা হয়েছে রাজ্যের তরফে। আগামী ১১ তারিখ সর্বোচ্চ আদালত কি রায় দেয় সেদিকে তাকিয়ে রাজ্য তথা গোটা দেশ।

