Saturday, January 31, 2026
Home বাংলা SIR এর শুনানিতে নোটিশ পেলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী

SIR এর শুনানিতে নোটিশ পেলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী

এস আই আর এ রাজ্যের একাধিক বিশিষ্টজনের কাছে শুনানির নোটিস ইতিমধ্যেই এসেছে।মূলত এ আই দিয়ে তালিকা সংশোধনের ফলে একাধিক ভুল ত্রুটি বা বিভ্রান্তি সামনে আছে। কোথাও নামের বানান ভুল। কোথাও অভিভাবকের সাথে বয়সের ব্যাবধান আবার কোথাও ভাই বোনের সংখ্যায় সন্দেহ প্রকাশ করছে সিস্টেম। ইতিমধ্যে বিশিষ্টজনদের শুনানিতে ডেকে ‘অপমান’ করা হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে অভিনেতা দেব, মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু, কবি জয় গোস্বামীকে আগেই নোটিশ পাঠানো হয়।এবার সেই তালিকায় যোগ হলো ফুরফুরা সারিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর নাম।বৃহস্পতিবার তাকে নোটিশ পাঠায় কমিশন।ফুরফুরা পঞ্চায়েত এলাকায় ১৪ হাজার ভোটার রয়েছেন। এর মধ্যে ৭ হাজার মানুষের কাছে SIR-এর শুনানির নোটিস এসেছে। যার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।পীরজাদা জানান SIR-এর মাধ্যমে মানুষকে হয়রানি করা হচ্ছে।বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তৃণমূলের ভোটার দের হয়রানি করা হচ্ছে বলেই তার মত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments