সাম্প্রতিক কালে আই প্যাক অফিসে ইডির রেড ঘিরে উত্তাল হয়ে উঠেছিলো রাজ্য তথা দেশের রাজনীতি। ইডি বনাম রাজ্য সরকার লড়াই গড়ায় সুপ্রিম কোর্ট অবধি।আইনি লড়াই চলছে। তার মাঝেই তিনদিনের সফরে শহরে আসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন । তার সঙ্গে থাকবেন আইনি পরামর্শদাতারাও। আগামী ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ইডি এবং রাজ্য সরকারের মামলার শুনানি রয়েছে। সূত্রের খবর গত জানুয়ারি মাসে আইপ্যাকে তল্লাশিতে যাওয়া ইডির তদন্তকারী আধিকারিকদের নিয়ে আলাদাভাবে আলোচনা হতে পারে। তাদের নিয়ে বিশেষ বৈঠকে বসতে পারেন রাহুল নবীন। তল্লাশি চলাকালীন যেভাবে তাঁদের কাজে প্রশাসনিক বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন ইডি ডিরেক্টর।এর পর ইডির তদন্ত কোন খাতে বয় এবং গোটা তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

