সদ্য বিজেপির সর্ব ভারতীয় সভাপতির দায়িত্ব পেয়েছেন নিতিন নবীন। আর দায়িত্ব পেয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন এবার বিজেপির প্রধান লক্ষ্য বঙ্গ বিজয়। চলতি বছরই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগেই নবীন আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন।রাজ্য বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।বুথ স্তরে সংগঠন মজবুত করার ব্যাপারে জোর দিতে পারেন নিতিন। বর্ধমানে তার সভা হওয়ার কথা এই সভা থেকেই বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক দিশা এবং উন্নয়নমূলক পরিকল্পনার বার্তা দেবেন নিতিন।রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই জন সভা পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগের দলের রাজ্য নেতৃত্ব এবং কর্মীদের চ্যাঙ্গা করা হবে।

