জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনা কবলে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি। ওই দুর্ঘটনাতে প্রাণ হারালেন ভারতীয় সেনা জওয়ান। মৃত জওয়ান ঝাড়গ্রামের বাসিন্দা। নাম সমীরণ সিং।তিনি ভারতীয় সেনাবাহিনীর ব্রেভো কোম্পানির ১৬৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন।বয়স ২৮ বছর।বিপরীত দিক থেকে আসা আর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। তাতেই মৃত্যু হয় সমীরণের।সেনা জওয়ান সমীরণ সিংয়ের মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই শোকের ছায়া এলাকায়।আগামী ২৪ তারিখ ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। পরিকল্পনা ছিলো বাড়ি মেরামতির কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হল না।তার আগেই মৃত্যু হলো তার।কাশ্মীরের আবহাওয়া খারাপ থাকার জন্য বিকেল পর্যন্ত দেহ নিয়ে আসা সম্ভব হয়নি। দ্রুত দেহ ফেরানোর ব্যবস্থা হচ্ছে। যোগাযোগ রাখছেন স্থানীয় প্রশাসন।

