প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রের তরফে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করা হল। সেই তালিকাতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্মশ্রী সন্মান পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।বাংলা সিনেমায় তার বিশেষ অবদানের কথা মাথায় রেখেই টলিউডের সুপারস্টারকে এই সম্মান জানানো হলো। বলা বাহুল্য এটাই প্রসেনজিৎ ছোটপাধ্যায় এর ক্যারিয়ারের প্রথম পদ্ম সন্মান।তালিকায় রয়েছেন বাংলার কিংবদন্তী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ ১১ জন বাঙালি ব্যক্তিত্ব।খুব সম্ভবত আগামী মাসেই রাষ্ট্রপতি ভবনে তাঁদের হাতে ২০২৬ সালের পদ্ম সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

