১৬৩২ সালে তাজমহল নির্মাণের পর এই প্রথম সেখানে কোনও জাতীয় পতাকা উত্তোলন করা হল। আজ প্রজাতন্ত্র দিবসের সকালে তাজমহলের নিরাপত্তা ভেঙে সেখানে ঢুকে পড়েন হিন্দু মহাসভার বেশ কয়েকজন সদস্য।তাদের দ্বারা সেখানে
জাতীয় পতাকা উত্তোলনের জাতীয় সঙ্গীতও বাজানো হয়।অখিল ভারত হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে, তাজমহলে এদিন পতাকা উত্তোলন করেন সংগঠনের দুই নেতা নন্দু কুমার ও নীতেশ ভরদ্বাজ। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন সংগঠননের একাধিক নেতা নেত্রী।হিন্দু মহাসভার দাবি, তাঁদের এই উদ্যোগ দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবে।প্রসঙ্গত উল্লেখ্য কিছুদি আগেই যোগী আদিত্য নাথ সমস্ত মসজিদ এবং মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনের কথা বলেছিলেন।

