তালিবান ক্ষমতায় আসার পর থেকে একের পর eক নেয়া হয়েছে শরীয়তি সিদ্ধান্ত। যার মূল উদ্দেশ্যে সর্বোচ্চ ধার্মিক পুস্তক অনুযায়ী রাষ্ট্র পরিচালনা। এবার সেই লক্ষ্যে আরো একধাপ এগিয়ে। বৈধ করা হলো দাস প্রথা, তালিবান সরকারের নতুন ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড ফর কোর্টস’-এ দাসপ্রথাকে কার্যত আইনি স্বীকৃতি দেওয়া হলো। একই সঙ্গে চালু হলো ‘বর্ণব্যবস্থা’। এতে একই অপরাধে ভিন্ন শ্রেণির মানুষের জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারণ করা হয়েছে।স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, ‘দাস এবং স্বাধীন অপরাধীর ক্ষেত্রে বিচারের নিয়ম আলাদা হবে। স্বামী বা প্রভুও শাস্তি কার্যকর করতে পারবেন।’আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এই নতুন আইন আন্তর্জাতির আইনের পরিপন্থী।

