আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে আসতে শুরু করেছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।শুক্রবার রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার বারাকপুরের আনন্দপুরীতে কর্মী সম্মেলন করেন তিনি।সভা থেকে আনন্দ পুরের অগ্নি কাণ্ডের ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করলেন তিনি পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করলেন।এত মানুষ নিখোঁজ তারপরও কেন গ্রেপ্তার করা হল না মোমো সংস্থার মালিককে এই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি তিনি আশ্বাস দেন বিজেপি ক্ষমতায় এলে দোষীরা শাস্তি পাবেই।সম্প্রতি স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ছবিতে দেখা যাচ্ছে মোমো সংস্থার মালিককে। সেই প্রসঙ্গ তুলে এদিন মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেন অমিত শাহ।

