Sunday, December 7, 2025
Home বাংলা দূর্গা পুজো দেখে আপ্লুত রোনাল্ডিনহো

দূর্গা পুজো দেখে আপ্লুত রোনাল্ডিনহো

কলকাতায় এসেছেন মারাদোনা। তার আগে এসেছেন পেলে। সম্প্রতি ঘুরে গেছে মেসি তবে এবার দুর্গাপুজোর সময়ে কলকাতায় রোনাল্ডিনহোর আগমন যেনো অন্য আবেগ ছুঁয়ে যাচ্ছে। আজ একমঞ্চে দেখা গেল অভিষেক এবং রোনাল্ডিনহোকে। মহেশতলা বাটানগর স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জির দল ডায়মন্ড হারবার একাদশের একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিলেন অভিষেক ব্যানার্জি এবং রোনাল্ডিনহো। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসুও। ব্রাজিলের তারকা ফুটবলারকে দেখতে ছিল উপচে পড়া ভিড়ও।তার আগে শ্রীভূমি এবং বারুইপুর এর দূর্গা পুজোয় মঞ্চে দেখা গেছে এই তারকাকে। কলকাতার আতিথেয়তা ও ভালোবাসা তাকে মুগ্ধ করেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments