বায়ু দূষণ বরাবরই দিল্লীর স্বাভাবিক জীবন যাত্রাকে প্রভাবিত করে আসছে। এবার দীপাবলির আগেই তা চরমে পৌঁছে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল বলেছেন, ‘বায়ুদূষণ বাড়তে থাকায় দিল্লির সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দু’দিন বন্ধ থাকবে।’সামনেই আলোর উৎসব। বাজির জন্য আগামী দিনে দূষণ আরো ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।