বিরাট পরিমান গাঁজা সহ ধরা পড়লো এক অসাধু মাদক ব্যাবসায়ী। পাওয়া গেছে প্রায় ১২০ কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত গাড়ি চালকের নাম শেখর ঘোষ। তার বাড়ি বহরমপুরে।
সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশের একটি বিশেষ দল গাঁজা ভর্তি গাড়িটিকে থানা সংলগ্ন ট্যাংড়ামারি এলাকা থেকে আটক করে।আপাতত তাকে জেরা করে আরো মালের হদিস পাওয়ার চেষ্টা চলছে।