ইজরায়েল – হামাস যুদ্ধের এই তাৎপর্যপূর্ণ সময়ে ভারতের গুরুত্ব আরো একবার প্রমাণিত হলো যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ইরানের প্রেসিডেন্ট বলেন , এই সমস্যার সমাধান করতে পারে ভারত। দ্রুত যেন ভারতের প্রধানমন্ত্রী আসরে নেমে এর সমাধান করেন। সরাসরি ইসরায়েলের সমর্থন না করলেও যুদ্ধে ইসরায়েল এর বিরোধিতাও করেনি ভারত। আবার রাষ্ট্র সংঘর ভোটাভুটি তেও বিরত থেকেছে। আপাতত এই রাজনৈতিক অবস্থান এবং ইরানের মনোভাব ভারতের কূটনৈতিক জয় বলেই ধরে নেয়া যায়।