অতিরিক্ত আতসবাজি বিপদ ডেকে আনছে। পরিবেশ দূষণে অন্যতম দায়ি এই বাজি। এবার সেই বাজি ফাটানোর উপর সীমারেখা টেনে দিল রাজস্থানের একটি জেলা।কোর্টের রায়ে আতসবাজি ফাটানোর জন্য দুই ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আতসবাজি ফাটানোর সময়সীমা থাকছে। এই সময়ের পরে কেউ আতস বাজি ফাটাতে পারবেনা।