কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাটে’র রিমেক করেছেন সংগীতকার এ আর রহমান ।দক্ষিনের ‘পিপ্পা’ ছবিতে ব্যবহার হয়েছে কালজয়ী সেই গান। বিতর্কের শুরু এখান থেকেই। ‘কারার ওই লৌহ কপাটে’র রিমেক শুনে রীতিমতো ক্ষেপে লাল বাঙালি শ্রোতারা। রহমানকে সোজা আক্রমণ করে অনেকেই বলছেন ‘নজরুল ইসলামের অপমান করেছেন রহমান। বিরোধীদের মত রেহমান নষ্ট করেছেন গানের আসল ভাব ও স্বাদ তার সাথে ক্ষতি গ্রস্ত হচ্ছে নজরুলের অমর সৃষ্টি। নজরুল ইসমালের পরিবারের জীবিত সদস্যরাও এই বিকৃত নজরুল সংগীতের তীব্র বিরোধীতা করেছেন।