রবিবার স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে সেখানে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে কোনোরকমে ধীরে ধীরে বললেন, মনে হচ্ছে মারা যাব, শরীর খুব খারাপ। তাকে দেখেও বেশ কাহিল মনে হচ্ছিলো। নিজে ঠিক ভাবে হাঁটতেও পারছিলেন না তিনি।এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে মন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এদিন স্বাস্থ্যপরীক্ষা করাতে গিয়ে দেখা গেল ইডির দুই আধিকারিক তাঁকে ধরে আছেন। মন্ত্রী সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। আপাতত ইডি হেপাজতেই থাকতে হচ্ছে মন্ত্রীর মশাইকে।