বাংলা কে পাশ কাটিয়ে বাংলাদেশে আছড়ে পড়লো ঘূর্ণি ঝড় মিধিলি। আজ ভোরেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ গতিপথ বদলে আছড়ে পড়েছে বাংলাদেশে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে সেদেশের উপকূলবর্তী বিভিন্ন জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কাঁচা ঘরবাড়ি। ঝড়ের কবলে মৃত্যু হয়েছে ৮ জনের। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলেরও।এখনো ক্ষয় ক্ষতির সঠিক হিসেব পাওয়া যায়নি। প্রশাসন দক্ষ হাতে পরিস্থিতি সামলাচ্ছে।