Saturday, January 31, 2026
Home দেশ মনিপুরের আকাশে ইউ এফ ও?

মনিপুরের আকাশে ইউ এফ ও?

মনিপুরের ইমফল বিমান বন্দরের আকাশে আচমকা দেখা দিলো ইউ এফ ও! ঘটনাটি ঘটে রবিবার দুপুরে।দুপুর আড়াইটে নাগাদ সন্দেহজনক উড়ন্ত যানটি নজরে আসে। সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করা হয়। নাশকতার আশঙ্কায় ইম্ফলের বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা দ্রুত বন্ধ করে দেওযা হয়। দ্রুত তদন্তের জন্য ঘটনাস্থলের দিকে উড়ে যায় একটি রাফালে ফাইটার জেট। এই বিমানগুলোতে রয়েছে অত্যাধুনিক সেন্সর। ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুও ওই যন্ত্রের চোখ এড়াতে পারে না। তবে রহস্য জনক ভাবে কিছুই খুঁজে পাওয়া যায়নি। প্রায় অদৃশ্য এবং নিশ্চিহ্ন হয়ে যায় এই অজানা উড়ন্ত বস্তু।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments