বলিউড এর স্পেশাল ছাব্বিশ সিনেমায় দেখানো হয়েছিলো কিভাবে একদল অপরাধী নকল সিবিআই সেজে জায়গায় জায়গায় লুটপাট চালায়। অনেক টা সেই ফিল্মি কায়দায় শ্রীরামপুরে নকল আয়কর আধিকারিক পরিচয় দিয়ে লুটপাটের ঘটনা ঘটে দিন কয়েক আগে। তবে শেষ রক্ষা হয়নি চার অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শ্রীরামপুর কুমিরজলা রোড এলাকায়। একটি সোনা গলানোর দোকানে আয়কর অফিসার সেজে হানা দেয় কয়েকজন। তল্লাশির নামে দোকান থেকে সোনা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে চম্পট দেয় চারজন। অবশেষে তাদের ধরে জেরা করছে পুলিশ।