আপ্রাণ চেষ্টা চালানোর পরেও উদ্ধার করা যায়নি খনি তে আটক শ্রমিকদের তবে স্বস্তির খবর সবাই শারীরিক ভাবে সুস্থ আছেন। প্রসঙ্গত উল্লেক্ষ্য উত্তরকাশীর সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল ওই সুড়ঙ্গটি। টানেলটি সাড়ে চার কিলোমিটার লম্বা। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে আচমকাই ধস নামে। আটকে পড়েন ৪১ শ্রমিক। তাঁদের মধ্যে বাংলারও তিনজন রয়েছেন।দ্রুত তাদের উদ্ধার করা যাবে বলেই আশাবাদী প্রশাসন।