Wednesday, September 11, 2024
Home দেশ ধর্মতলার মঞ্চ থেকে রাজ্যসরকারকে কড়া বার্তা দিলেন অমিত শাহ

ধর্মতলার মঞ্চ থেকে রাজ্যসরকারকে কড়া বার্তা দিলেন অমিত শাহ

ধর্ম তলায় অমিত শাহর সভায় আজ ভিড় হয়েছিলো প্রত্যাশা মতোই আর সেখান থেকেই রাজ্য সরকারের তীব্র সমালোচনার পাশাপাশি কেন্দ্র বঞ্চনার অভিযোগ উড়িয়ে শাহ বলেন বাংলা কংগ্রেস জমানার চেয়ে বেশি টাকা পেয়েছে মোদির আমলে। এর পরই শাহ দাবি করেন, দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বাংলাকে ২ লক্ষকোটি টাকা দিয়েছিল। গত ৯ বছরে নরেন্দ্র মোদির সরকার দিয়েছে ৬ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। মনরেগা বা ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ বেড়েছে তিনগুণ। কংগ্রেস জমানায় বাংলা পেয়েছিল ১৪ হাজার কোটি টাকা। বিজেপি আমলে সেই বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার কোটি টাকা। কেন্দ্রের ৪ টি প্রকল্পে আরও ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এছাড়া সড়ক নির্মাণে বহু অর্থ ব্যয় হয়েছে।আজকের সভায় তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্নীতির দায়ে জেল যাত্রা নিয়ে খোঁচা দিতেও ছাড়েন নি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments