Sunday, February 1, 2026
Home বাংলা বিধায়কের সম্পত্তি ১০০ কোটি!

বিধায়কের সম্পত্তি ১০০ কোটি!

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ সন্দেহে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই তল্লাশি চালায় আর তাতেই উঠে আসে বিপুল সম্পত্তির হদিশ। তবে তার অর্থনৈতিক সাফল্য একদিনে আসেনি। নিজের প্রচেষ্টায় বাড়ির কাছেই প্রতিষ্ঠা করেছিলেন একটি বিএড কলেজে। সেই যে শিক্ষাজগতে প্রবেশ তার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি।

একের পর এক সাফল্যে বিএড, ডিএড কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানের গোবিন্দপুরে ও তাঁর নিজের বাড়ির কাছে বিএড-ডিএড মিলিয়ে সাতটি কলেজ আছে তাঁর মালিকানাধীন। এছাড়াও রয়েছে একটি করে ফার্মাসিস্ট ও পলিটেকনিক কলেজও। বিধায়কের একটি পেট্রল পাম্প আছে ডোমকলেই। সব মিলিয়ে ডোমকলে প্রচার, তিনি প্রায় একশো কোটি টাকার সম্পত্তির মালিক। বাড়ি ছাড়াও এই কলেজ গুলিতেও তল্লাশির খবর পাওয়া গেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments