রাজস্থান, ছত্তিশগড়ে হাত শিবিরকে গদিচ্যুত করে ক্ষমতায় ফিরেছে বিজেপি । জিৎ ধরে রেখেছে মধ্যপ্রদেশে । রাজস্থানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ঝালারপাটন আসনে ৫৩১৯৩ ভোটে জিতেছেন।মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ১০৪৯৭৪ ভোটে জিতেছেন বুধনি কেন্দ্র থেকে।সব মিলিয়ে ২০২৪ সালের লোক সভা সভা ভোটের আগে উজ্জীবিত বিজেপি শিবির। ইতিমধ্যে নরেন্দ্র মোদী ঘোষনা করছেন তিন রাজ্যে জয়ের হ্যাট্রিক এর পাশাপাশি লোকসভা ভোটেও জয়ের হ্যাট্রিক করবে বিজেপি