আরো একবার পন প্রথার নৃশংস রূপ দেখলো আধুনিক ভারত। কেরালায় একটি এক পাত্রপক্ষ যৌতুক হিসেবে দাবি করে দামি গাড়ি, ১৫০ ভরি স্বর্ণলঙ্কার, ১৫ একর জমি। কিন্তু প্রেমিকার পরিবার সেই দাবি পূরণ না করতে পারায় বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক হবু বর। এ ঘটনায় আত্মহননের পথ বেছে নিয়েছে ওই চিকিৎসক যুবতী।ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার। প্রতিবাদে সরব নারী সুরক্ষা সংগঠন থেকে মানবাধিকার কমিশন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীণাদেবী।জর্জেয়।