টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের ভিত্তিতে আজ ছিলো এথিক্স কমিটির রিপোর্টের দিন তথ্য ও প্রমানের ভিত্তিতে এথিক্স কমিটি সাংসদ মহুয়া মৈত্রকে পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে।সাংসদ পদ হারিয়ে রীতিমতো ক্ষুব্ধ মহুয়া সুকান্তকে উদ্ধৃত করে প্রতিশোধের বার্তা দিয়ে বলে গেলেন,”আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।’ তিনি আরো বলেন এই নীতি কমিটির কোনও নীতিই নেই।