তিন রাজ্যে বিধানসভা ভোটে জয়ের পড়ে কাকে কোন রাজ্যে মুখ্যমন্ত্রী করা হয় সেই নিয়ে দিল্লীর তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। আপাতত পাওয়া খবর অনুসারে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে এক আদিবাসী নেতার উপরে ভরসা রাখল বিজেপি। রবিবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে বিষ্ণু দেও সাইয়ের নাম। এরপর রাজস্থান এবং মধ্যপ্রদেশ এর মুখ্যমন্ত্রী কে কে হন সেটাই এখন দেখার।