তিন রাজ্যেই নতুন মুখ বেছে নিলো বিজেপি। মধ্য প্রদেশ ছত্রিশগড়ের পড়ে এবার রাজস্থানেও মুখ্যমন্ত্রী চয়নে চমক দিলো বিজেপি। মুখ্যমন্ত্রী হলেন প্রথমবার বিধায়ক হওয়া ভজন লাল শর্মা। সাধারণ কার্যকর্তা থেকে একেবারে মুখ্যমন্ত্রী হওয়া এই রাজ্যে এই প্রথম। বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং বাবা বালক নাথ যোগীর নাম উঠে এলেও ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবেই হয়তো এইবার কুরসী ছিনিয়ে নিলেন ভজনলাল শর্মা।