প্রচারেই তিনি বরাবর হিন্দুত্ববাদী ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন। এবার মসনদে বসেই কাজেও কড়া বার্তা দিলেন মধ্য প্রদেশের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী।বুধবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহন। তার পরেই সংঘঘনিষ্ঠ নেতার এই সিদ্ধান্ত। উল্লেখ্য, মসজিদ ও অন্যান্য ধর্মস্থানে লাউডস্পিকার বাজানো নতুন নিয়মে বলা।নিয়ম বহির্ভূতভাবে ভাবে বা লাগামছাড়া ভাবে লাউডস্পিকার বাজালে সেটা নিষিদ্ধ করতে হবে। তবে নিয়ম মেনে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা নেই।কার্যত উত্তর প্রদেশের যোগী আদিত্য নাথের সুরেই ইনিংস শুরু করলেন মোহন যাদব।