পন্ডিত অনিমেষ শাস্ত্রী
আজ দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস,
হবে নাইবা কেনো এই তো সেই ঐতিহাসিক দিন যেদিন অসংখ্য বীর যোদ্ধার প্রানের বিনিময়ে, দেশ ভাগের বিনিময়ে এসেছিলো স্বাধীনতাতা|হ্যাঁ আজ ভারতের পঁচাত্তর তম স্বাধীনতা দিবস|দেশের রাজনৈতিক দল গুলোর ভূমিকা নিয়ে বা নেতা মন্ত্রীদের সফলতা ব্যার্থতা নিয়ে অভাব অভিযোগ থাকতেই পারে কিন্তু আমার রাষ্ট্র ভারত নিয়ে শুধুই গর্ব আছে আর আজ সেই গর্ব সেই জাতীয়বোধ কে আরো একবার শানিয়ে নেয়ার দিন|
তবে কখনো ভেবে দেখেছেন কি কেন ১৫ অগাস্ট তারিখটিকেই দেশের স্বাধীনতার জন্য বেছে নেওয়া হয়েছিল? এর পেছনে কি কোনো সংখ্যাতত্ব আছে নাকি নিছকই একটি তারিখ মাত্র নাকি কোনো রাজনৈতিক অভিসন্ধি ?
ভারতের স্বাধীনতা ১৪-১৫ অগাস্টের মধ্যরাতে ঘোষণা করা হয়েছিল|জওহরলাল নেহরু ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে ঐতিহাসিক ভাষণ দেন তবে ইতিহাস কখনো সংক্ষেপে ব্যাখ্যা করা যায় না, আরেকটু বিস্তৃত আলোচনা প্রয়োজন| ১৯৪৭ সালের ৪ জুলাই ভারতের স্বাধীনতার বিল পেশ করা হয়বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই বিল গৃহীত হয়েছিল।১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়।ওই দিন এবং ওই সময়কে ধরেই কিন্তু ভারতের রাশি লগ্ন নির্ধারণ কর হয় এবং দেশের ভবিষ্যত নির্দেশ করার চেষ্টা করা হয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে|
এবার এই তারিখের দিকে আসি,এই 15 ই আগস্ট তারিখ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের আলাদা বিশ্বাস তথ্য রয়েছে, মত পার্থক্য রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন সি রাজাগোপালচারীর পরামর্শে মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য ১৫ অগাস্ট দিনটিকে বেছে নিয়েছিলেন। রাজগোপালাচারী লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিলেন যে তিনি ১৯৪৮ সালের ৩০ জুন পর্যন্ত যদি অপেক্ষা করেন, তাহলে তখন তাঁর কাছে ক্ষমতা স্থানান্তর করার কোনও শক্তি থাকবে না এবং জটিলতা দেখা দিতে পারে| এমন পরিস্থিতিতেই মাউন্টব্যাটেন আর বিলম্ব না করে ১৫ অগাস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করে দেন|
তাও একটা প্রশ্ন থেকেই যায় তা হোলো ওই 15 তারিখই কেনো, অন্য কোনো দিন নয় কেনো|এর ও একটা ব্যাখ্যা আছে
কিছু ইতিহাসবিদ মনে করেন যে মাউন্টব্যাটেন ১৫ অগাস্ট তারিখটিকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করেছিলেন, এই জন্যেই তিনি ভারতের স্বাধীনতার জন্য ওই তারিখটি বেছে নিয়েছিলেন। মাউন্টব্যাটেনের কাছে ১৫ অগাস্ট দিনটি মঙ্গলজনক ছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ১৫ অগাস্ট জাপানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ বাহিনীর কাছে এবং মাউন্টব্যাটেন সে সময় মিত্রবাহিনীর সেনাপতি ছিলেন এটি তার কাছে বিজয়ের দিন গৌরবের দিন এবং ওই 15 তারিখ তার কাছে লাকি ডে ছিলো|
এমন অনেক তথ্য আছে দেশের স্বাধীনতা ও স্বাধীনতা দিবস নিয়ে সেসব নিয়ে নাহয় পরে আবার কখনো লেখা যাবে| রোজনামচা পরিবারের সবাইকে আমাদের তরফ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন|জয় হিন্দ|বন্দে মাতারাম।