দীর্ঘ রোগ ভোগের পর আজ গুপী বাঘা খ্যাত গায়ক অনুপ ঘোষাল প্রয়াত হলেন । তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে। হীরক রাজার দেশে থেকে গুপী গাইন বাঘা বাইন।বাংলা সিনেমায় একের পর এক সুপারহিট আছে গান তাঁর কণ্ঠে। মঞ্চেও তিনি মুগ্ধ করেছে ভক্তদের। রাজনীতির দুনিয়ায়ও সফল তিনি।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু করে বিধায়ক ও হয়েছিলেন।