ক্রিসমাস এবং বর্ষবরণের জন্য সেজে উঠছে পার্কস্ট্রিট আর সেই সময়েই ঘটে গেলো দুর্ঘটনা। শনিবার দুপুরে পথ দুর্ঘটনায় সাজানো তোরন ভেঙে একাকার। সাঁতরাগাছি-শিয়ালদহ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিল আলোর তোরণে। দুর্ঘটনায় যদিও হতাহতের খবর নেই এখনও।ট্রাফিক পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে।