সংবাদ মাধ্যমে কিছুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে কিছু গুজব।পাকিস্তানে কি দাউদ ইব্রাহিমকে বিষ খাইয়ে খুন করা হয়েছে? করাচির হাসপাতালে কি শেষ নিঃশ্বাসল ত্যাগ করেছে দাউদ ইব্রাহিম?এবার ডনের পরিবার সূত্রে জানা যাচ্ছে যে সে সম্প্রতি অসুস্থ হয়েছে। তার শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।অবশ্য দাউদের প্রধান শত্রু ছোটা শাকিল মিডিয়ায় বলেছেন ‘দাউদ ইব্রাহিম বেঁচে আছে। সে সম্পূর্ণ সুস্থ।’