মেষ
অপেক্ষাকৃত শুভ পরিস্থিতি কর্মে পাবেন। অর্থকড়ি উপার্জন কিছুটা বাড়বে। গোপন দানে দাম্পত্যে অশান্তির আশঙ্কা। পেটের সমস্যা ও নিম্নাঙ্গে বাতের বেদনা বাড়বে।
বৃষ
কোনও শুভানুধ্যায়ীর সাহায্যে কর্মের বাধা কাটবে। অর্থকড়ি প্রাপ্তি হবে। ব্যয়যোগ প্রবল। উচ্চ শিক্ষায় বাধা থাকবে। ভ্রমণে বিপদ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
মিথুন
আলসেমি ছেড়ে উদ্যমী হলে বিকল্প কর্মে সাফল্য লাভ হতে পারে। উন্নয়নমূলক কাজের সফল পরিকল্পনা রূপায়ণে প্রশংসা লাভ। অর্থপ্রাপ্তি ও বিদ্যার্জনে শুভ দিন।
কর্কট
কর্ম, দক্ষতা ও পরিশ্রমে বিলম্বিত সাফল্য। অভিনয়ের সুবর্ণ সুযোগ যাতে হাতছাড়া না হয়, সতর্ক হোন। অর্থপ্রাপ্তি হবে। শারীরিক রোগ বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্ক একপ্রকার থাকবে।
সিংহ
ব্যবসায় বাড়তি বিনিয়োগে লাভ বাড়বে। সাহিত্যে সৃষ্টিশীলতায় আগ্রহ ও সুনাম বাড়বে। কর্ম নৈপুণ্যে সঙ্কট মুক্তি। মনে অস্থিরতাভাব থাকবে।
কন্যা
শ্লেষ্মা। জ্বরাদি রোগে দেহ সুখের অভাব হতে পারে। কর্মক্ষেত্রে নীতিগত সংঘাতে আপনার জয় হবে। অর্থাগম হবে। মানসিক চঞ্চলতা বাড়বে।
তুলা
সম্পত্তি সমস্যা সমাধান হতে পারে আপনার অনুকূলে। কর্মে উন্নতি, ধনাগম বাড়বে। নীতি বহির্ভূত কাজে চরম বিপদে পড়তে পারেন। বন্ধু প্রেমে বিদ্যায় বাধা ও আশাহত হতে পারেন।
বৃশ্চিক
দূরস্থানে উচ্চশিক্ষা বা গবেষণায় বহু কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন। কর্ম পরিবর্তনের পরিকল্পনা ত্যাগ করে বর্তমান কাজেই মন দিন। উচ্চস্থান থেকে পড়ে অস্থি ভঙ্গের আশঙ্কা।
ধনু
সামাজিক অনুষ্ঠানে সম্মান ও প্রশংসা পাবেন। লেখাপড়ায় একাগ্রতার অভাব। চিকিৎসার জন্য বা দান কর্মে বহু অর্থব্যয় যোগ। কাজে উন্নতি হবে।
মকর
আশানুরূপ কর্মোন্নতি হবে না। সংস্কার কাজে অর্থ ব্যয়। ভরণীয়দের দায়িত্ব কর্তব্য পালনে প্রশংসা পাবেন। উচ্চস্থান থেকে পতন যোগ আছে। মনে সদা অস্বস্তিভাব থাকবে।
কুম্ভ
কাজে হঠাৎ বাধা আসতে পারে। রাগ ও অসহিষ্ণুতা বাড়বে। চিকিৎসার জন্য ব্যয় যোগ। দাম্পত্য শান্তি বজায় থাকবে। যানবাহন ক্রয়ের পরিকল্পনা।
মীন
কারও উস্কানিতে দাম্পত্যে অশান্তি হতে পারে। সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন। আত্মীয়ের বিবাহে অর্থদান। কর্মে ও অর্থ উপার্জনে বাধা থাকবে।
সাপ্তাহিক রাশিফল – রোজনামচা
Recent Comments
Hello world!
on