যেভাবে কল্যাণ ব্যানার্জী উপর রাষ্ট্রপতিকে নকল করে তার মর্যাদা হানী করেছেন তাতে গভীর ভাবে ব্যথিত হয়েছেন তিনি।সংসদে দাঁড়িয়ে বললেন,”এ নিয়ে আপনাদের নীরবতা আমাকে ভীষণভাবে বিঁধছে। আপনি বলেন আপনার দল ১৩৮ বছরের পুরনো। অথচ, একজন সাংসদ এই ধরনের নিন্দনীয় ঘটনার ভিডিও তুলছেন, আর আপনারা নীরব। খাড়গেজির নীরবতা আমাকে ভীষণভাবে বিঁধছে।”