এবার ইডি সমন পাঠালো দিল্লীর মুখ্যমন্ত্রীকে এই সমন কে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন কেজরিওয়াল ।
তার মতে বেআইনিভাবেই সমন পাঠানো হয়েছে তাঁকে।নিজে শারীরিক ভাবে হাজিরা না দিলেও ইডিকে জবাব পাঠিয়েছেন কেজরি। লিখিত ভাবে তিনি জানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য সাধনেই বেআইনি সমন পাঠানো হয়েছে। তার রাজনৈতিক জীবনে গোপন করার মতো কিছু নেই। তার কাজই তার স্বচ্ছতার পরিচয়।