প্রতিবারের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবসে বর্ণময় অনুষ্ঠানের সাক্ষী থাকবে গোটা দেশ সেই অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁ। যদিও এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। কিন্তু কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি হাজির থাকতে পারবেন না।তবে আর কোন নতুন চমক অপেক্ষা করছে দেশ বাসির জন্য তা জানা এখন সময়ের অপেক্ষা।