প্রথমেই শিক্ষা ক্ষেত্রে নিয়োগ নিয়ে আইনি জটিলতা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মতো আইনজীবিদের নাম না করে নিশানা করেছিলেন শাসক দলের মুখপত্র কুনাল ঘোষ বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর সাফ কথা, ”চাকরিপ্রার্থীদের কোনও ভবিষ্যৎ নেই যতদিন না বেআইনি নিয়োগ বাতিল হচ্ছে।” প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে উত্তীর্ণ কর্মশিক্ষা, শারীরশিক্ষা চাকরিপ্রার্থীরা শেষ ধাপে এসেও চাকরি পাননি এখনও। যোগ্য প্রার্থীদের জন্য সুপারিশপত্র তৈরি হলেও নিয়োগ হয়নি।ক্ষোভ ছড়াচ্ছে আন্দোলনরত অসংখ্য যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে।