স্নাতকোত্তরের পর উচ্চ শিক্ষা ক্ষেত্রে পি এইচ ডি করার আগে অনেক পড়ুয়া এমফিল ডিগ্রি লাভ করেন।কিছু দিন আগেই ইউজিসি জানিয়েছে নতুন শিক্ষানীতি অনুযায়ী এমফিলের আর কোনও বৈধতা থাকবে না।সেই মর্মে এবার আনুষ্ঠানিক ভাবে ইউ জি সি রাজ্যের সব বিশ্ববিদ্যালয় গুলোকে জানিয়ে দিয়েছে যে আগামী শিক্ষাবর্ষ থেকে আর বৈধ থাকবে না এমফিল তাই এই কোর্সে যেনো আর ভর্তি নেয়া না হয়।