ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান শেষ হতে না হতেই স্বামীজি কে পরোক্ষ ভাবে বামপন্থী প্রোডাক্ট বলে বিতর্কে জড়ান বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবার শোনা যাচ্ছে সঙ্গে নিজেদের একেবারেই জড়িয়ে ফেলতে নারাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ । নাগপুরের সদর দপ্তরের দায়িত্বে থাকা অন্যতম শীর্ষ ‘সেবক’ অজয় জালতাডে এই প্রসঙ্গে বললেন, “বিজেপি রাজ্য সভাপতি কী বলেছেন, তার দায় আমরা কেন নিতে যাব? উনি সম্পূর্ণ ভ্রান্ত কথা বলেছেন।” দলের অন্দরেও সুকান্ত মজুমদার প্রসঙ্গে ওই বক্তব্য নিয়ে অনেকের ক্ষোভ আছে বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক ভাবে তৃণমূল ও ওই বিতর্কিত মন্তব্যর চূড়ান্ত বিরোধিতা করে।