Sunday, February 1, 2026
Home দেশ রাম মন্দিরে খরচ à§§à§® হাজার কোটি, নকশা তৈরী হয় ৩০ বছর আগেই।

রাম মন্দিরে খরচ ১৮ হাজার কোটি, নকশা তৈরী হয় ৩০ বছর আগেই।

এই মুহূর্তে রামজন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে দেশে সাজো সাজো রব। স্রেফ মন্দির তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। আর এই টাকার বেশিরভাগটাই অনুদান হিসেবে পাঠিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষজন। তালিকায় আছেন বহু প্ৰখ্যাত ব্যাবসায়ী এবং রাজনেতা ।বিখ্যাত স্থপতি চন্দ্র কান্ত সোম পুরা এই মন্দিরের নকশা বানিয়েছেন। আজ থেকে তিরিশ বছর আগেই নকশা মোটামুটি স্থির হয়ে গেছিলো। এখন শাস্ত্র মতে প্রাণ প্রতিষ্টা এবং অনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন নিয়ে সেজে উঠছে গোটা অযোধ্যা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments