যত সময় যাচ্ছে সাংসদ অর্জুন সিংহ এবং বিধায়ক সোমনাথ শ্যাম এর দ্বন্দ্ব বাড়ছে। সমস্যা মেটা তো দূর অস্ত, বিতর্ক আরও বাড়িয়ে তুললেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সাংসদ অর্জুন সিংকে এবার আরও কড়া আক্রমণ করে তার ‘মুখোশ খুলে’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিধায়ক।পাশাপাশি উত্থাপন করলেন নতুন এক ‘হলুদ ফাইল’-এর প্রসঙ্গ। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মধ্যস্থতাতেও শ্যাম-অর্জুন সংঘাত জিইয়ে রইল।সামনেই লোকসভা ভোট এই দলীয় কোন্দল নিয়ে কার্যত অস্বস্তিতে দল।